ঢাকা, বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩, ১৬ই অগ্রহায়ণ ১৪৩০

৭ম বারের মতো মনোনয়ন ফরম কিনলেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ-৪ আসনের আব্দুস শহীদ

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার : | প্রকাশের সময় : সোমবার ২০ নভেম্বর ২০২৩ ০৪:১০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ ৪ আসনের ৭ম বারের মতো নৌকার মনোনয়ন ফরম কিনেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ। শনিবার ১৮ নভেম্বর ২০২৩ইং, বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার‌্যালয় থেকে মনোনয়ন ফরম কেনেন তিনি।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, কমলগঞ্জ পৌর মেয়র মোঃ জুয়েল আহমেদ-সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল-কমলগঞ্জের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রমুখ।
উল্লেখ” ১৯৯১ সাল থেকে ২০১৮ পর্যন্ত টানা ছয়বার এই সংসদীয় আসনে বারবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।