ঢাকা, বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩রা বৈশাখ ১৪৩১

অবশেষে বন্য হাতি হত্যার দায়ে মামলা।

শেরপুর প্রতিনিধি | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১ ০৬:১২:০০ অপরাহ্ন | এক্সক্লুসিভ

শেরপুর সীমান্তে হাতি মানুষের দ্বন্দ ছলছে বছরের পর বছর ধরে।এই দ্বন্দে দুই দশকে অন্তত পঞ্চশজন মানুষ ও বিশটির মত হাতির মৃত্যু হয়েছে।সর্বশেষে গত ৯নভেম্বর সীমােেন্তর শ্রীবর্দী উপজেলায় এক বন্য হাতিকে নির্মম ভাবে বিদ্যুতের তারে জড়িয়ে হত্যা করা হয়। এতে সোচ্চার হয়ে উঠে স্থানীয় পরিবেশবাদী এবং সচেতন মানুষ।শুরু হয় হাতি হত্যার বিচার চেয়ে মানববন্ধন এবং ফেইসবুকেও ঝর উঠে হাতি হত্যার বিচারের।

]বনের কিছু সচেতন মানুষও সোচ্চার হয় হাতি রক্ষায়। ইতিপূর্বে হাতি হত্যার বিচার বা মামলা না হওয়ায় বিক্ষুব্ধ সীমান্তবাসী হাতি হত্যায় আরও উৎসাহীত হয়ে উঠে বলে সচেতন মহল মনে করেন।বনে হাতির জায়গায় র্নিবিচারে মানুষের বসতি গড়ে উঠার কারনেই মানুষ হাতির এই চরম দ্বন্দ বলে মনে করে সংশ্লিষ্ঠরা।এত সংখ্যক হাতি মারা গেলেও গত দুই দশকে কোন মামলা হয়নি। কিন্ত গেল ৯ডিসেম্বরের হাতি হত্যার ঘটনায় এই প্রথম মামলা করল শেরপুর বন বিভাগ।বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ ধারায় চারজনের নামে গত ১১ নভেম্বর এ মামলা করা হয়।আসামিরা হলেন মালাকুচা এলাকার দুই ভাই আমেজ উদ্দিন ও সমেজ উদ্দিন এবং মো. আশরাফুল ও মো. শাহজালাল।রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম ১৮ নভেম্বর বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, গত ৯ নভেম্বর শেরপুরের শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ে বিদ্যুৎ লাইনের সঙ্গে সংযুক্ত জিআই তারে জড়িয়ে একটি হাতির মৃত্যু হয়। প্রাথমিকভাবে বিদ্যুতায়িত হয়ে হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হলে রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম এ ঘটনায় প্রথমে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে ১১ নভেম্বর চারজনের নামে মামলা করেন।

এ বিষয়ে রবিউল ইসলাম বলেন,‘নির্বিচারে বনভূমি দখল করে চাষাবাদ করায় হাতি লোকালয়ে এসে পড়ছে।আমরা অনেক চেষ্টা করেও কোনো সমাধান করতে পারছি না।বাধ্য হয়েই আইনগত ব্যবস্থা নিতে হচ্ছে।বন্য পশু নিধন একটি শাস্তি যোগ্য অপরাধ।