ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

আনোয়ারায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

রানা সাত্তার,চট্টগ্রাম : | প্রকাশের সময় : বুধবার ১০ অগাস্ট ২০২২ ১১:১২:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ মোতাবেক  রাত ৮টার পর দোকানপাট বন্ধ থাকার কথা  থাকলেও দেদারসে খোলা রাখা হচ্ছে দোকানপাট।

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি আদেশ অমান্য করে রাত ৮টার পর দোকানপাট খোলা রাখায় আনোয়ারা উপজেলায় ১০ দোকানিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

 

 গত মঙ্গলবার(৯ আগষ্ট)  রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত উপজেলার চাতরী বাজারে এ ভ্রাম্যমাণ আদালত চলে।আদালত  পরিচালনা করেন  উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুমিন। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ  করায় প্রমানসাপেক্ষে  এক বাস চালকে ২০০০ টাকা জরিমানা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট । 

 

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  আব্দুল্লাহ আল মুমিন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করা হয়েছে। তাছাড়া যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় এক গাড়ি  চালককে ২০০০ টাকা জরিমানা করা হয়। সরকারি আদেশ না মানলে এই ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।