ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

আশুগঞ্জে বাসচাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ জুন ২০২২ ০৪:১৮:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ওভারটেকিং করাকালে বেপরোয়া গতির বাসের চাপায় স্কুল শিক্ষার্থী তাসফিয়া হোসেন রিপার মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুন) দুপুরে উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া নামক স্থানে মহাসড়ক পারাপারে দাঁড়িয়ে থাকা ওই শিক্ষার্থীকে ইউনিক পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত তাসফিয়া হোসেন রিপা (০৮) উপজেলার বাহাদুরপুর গ্রামের জাকির হোসেনের মেয়ে এবং স্থানীয় কামাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।
 
 
আশুগঞ্জ থানার পরিদর্শক (ওসি) আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিপা স্কুলশেষে বাড়ি ফেরার জন্য মহাসড়ক পারাপার হতে দাঁড়িয়েছিলো। এসময় ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের বাসটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিপাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। এদিকে, স্কুল সংলগ্ন এই মহাসড়কে শিক্ষার্থীদের নিরাপত্তায় ওভারব্রীজ করার দাবী জানিয়েছে স্থানীয়রা।