ঢাকা, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ার দৌলতপুরে চরদিয়া পাক দরবার শরীফে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৯ জানুয়ারী ২০২২ ১২:১৪:০০ অপরাহ্ন | গণমাধ্যম
কুষ্টিয়ার দৌলতপুরে চরদিয়া পাক দরবার শরীফে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ভক্তরা। আজ রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে নেতৃত্ব দেন জেলা মুরব্বি তাহাজুল ইসলাম। বক্তব্য রাখেন জেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শহর মুরব্বি মিজান, তেঁতুলবাড়িয়া ইউনিয়নের মুরুব্বি সেন্টু রহমান। 
 
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা দরবার শরীফে নিজ ধর্মকর্ম করে আসছিলাম। গেল ৭ জানুয়ারী কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী ও তার অনুসারী টোকেন চৌধুরীসহ দলবল নিয়ে দরবার শরীফে হামলা চালায়। এ সময় দরবার শরীফে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। পুলিশে অভিযোগ করলে পুলিশ একজনকে আটক করে। বাকিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আমরা এ মানববন্ধন থেকে দোষীদের গ্রেপ্তার ও শাস্তীর দাবি জানায়। দরবার শরীফের ভক্তরা মানববন্ধনে অংশ নেয়।