ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

জগন্নাথপুরে ৩৫০ শিক্ষার্থীর জন্যে শিক্ষক একজন

জগন্নাথপুর প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১৩ নভেম্বর ২০২১ ০২:২০:০০ পূর্বাহ্ন | শিক্ষা

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক তিনজন, তবে তাদের মধ্যে একজন প্রেষণে ময়মনসিংহে চলে গেছেন। আরেক শিক্ষক এক মাস আগে উচ্চতর প্রশিক্ষণে রয়েছেন টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে।

 

 

এ ছাড়া টানা দুই বছর ধরে স্কুলে প্রধান শিক্ষক পদ খালি থাকায় সামলাচ্ছেন সেই দায়িত্বও। মাত্র দুজন কর্মচারী থাকায় দাপ্তরিক কাজও সামলাতে হচ্ছে তাকে। এমনকি বিদ্যালয়ে নৈশপ্রহরী না থাকায় নিরাপত্তার বিষয়টিও দেখছেন তিনি।

 

সংশ্লিষ্টদের অভিযোগ, শিক্ষক-কর্মকর্তা সংকটের বিষয়টি একাধিকবার শিক্ষা মন্ত্রণালয়কে জানানো হলেও কোনো সমাধান হয়নি। এক শিক্ষকই পাঠদান করছেন উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন অভিভাবকরা।

 

স্থানীয় বাসিন্দা ও অভিভাবক সমর সুত্রধর বলেন, ‘উপজেলার মেয়েদের একমাত্র বিদ্যালয় এইটা, কিন্তু একটা শিক্ষকও নাই। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়া চলে। ‘আমার মেয়ে পড়ে, কিন্তু সবসময় কয় ইলান পড়া কষ্ট। সবাই ভালা করিয়া পড়ে, আমরা কিতা করছি। আমরা অনেক কিছু বুঝি না। অনেক সময় স্যারেরও কষ্ট হয়।’

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায় বলেন, ‘আমি ২০০৯ সাল থেকে শিক্ষকতা পেশায় আছি। এই বিদ্যালয় আমার প্রথম কর্মস্থল। ১৯৮৬ সালে ৯ জন শিক্ষক পদ দিয়ে বিদ্যালয়টি জাতীয়করণ হলেও পরে আর কোনো পদ বাড়ানো হয়নি। বর্তমানে পদ বাড়ানোর জন্য সরকার থেকে তালিকা চাওয়া হয়েছে, আমি দিয়েছি। কাজটি চলমান রয়েছে।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, ‘বিষয়টি মৌখিকভাবে আমরা মন্ত্রী মহোদয় ও সচিব স্যারকে বলেছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যদি আমাদের বিস্তারিত তথ্য দিয়ে জানান, তাহলে আমরা এটা লিখিত আকারে মন্ত্রণালয়ে পাঠাতে পারি।’

 

সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘এ সংকটের ব্যাপারে আমরা অনেকবার মন্ত্রণালয়কে বলেছি, কিন্তু বিষয়টির সমাধান হচ্ছে না। আশা করি এ বছর না হোক আগামী বছরের মধ্যে এ বিদ্যালয়ে কিছুটা হলেও সংকটের সমাধান হবে।’