ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

জৈন্তাপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ জুন ২০২২ ০৪:১০:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেট'র জৈন্তাপুর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে পৃথকভাবে এসব সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ।  উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলান পরিস্থিতির উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাজার  মনিটরিং, অবৈধ স্থাপনা উচ্ছেদ ,যানজট নিরসন, সীমান্তে মাদক দ্রব্য  নিয়ন্ত্রন এবং বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্থ মানুষের তালিকা তৈরী করে তাদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ, বন্যা পরবর্তী পুনর্বাসন কাজ সঠিক ভাবে বাস্তবায়ন করতে সবার প্রতি আহবান জানানো হয়।

এছাড়া বন্যা দূর্গত এলাকার পানি বন্ধি মানুষকে উদ্বার ও সরকারী বে-সরকারী ব্যবস্থাপনায় পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রি বিতরণ কাজে প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি বিভিন্ন দাতা সংস্থা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তি উদ্যােগে অসহায় সাধারন জনগনের পাশে এসে সহযোগিতা করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।  

সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিক্ল্পনা কর্মকর্তা ডা: সালাহ উদ্দিন মিয়া, জৈন্তিয়া ১৭ পরগণা সালিশ সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর আবুল মৌলা চৌধুরী, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, দরবস্ত  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাবাহার, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর আনলাইন প্রেসক্লাব সভাপতি এমএম রুহেল।

সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন বন্যায় ক্ষতিগ্রস্থ গ্রামীণ কাচা রাস্তাঘাটের ক্ষয়ক্ষতির তথ্য এবং উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ গ্রামীণ পাকা রাস্তা, ব্রীজ সহ অন্যান্য ক্ষতিগ্রস্থ সড়কের তথ্য উস্থাপন করেন।

মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা ও প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: আব্দুল্লাহ আল মাসুদ বন্যায় গবাদি পশুর প্রাণহানী সহ তিনি অন্যান্য বিষয়ে সভায় অবগত করেন। সভায় নিজ নিজ দপ্তরের ক্ষয়ক্ষতির বিষয়ে জানানো হয়।

এছাড়া সভায় পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিসসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।