ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

জৈন্তাপুরে রাতের আঁধারে নদীর পাড় কেটে বালু উত্তোলন

জৈন্তাপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৮ জুন ২০২২ ০৪:১২:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সিলেটের জৈন্তাপুরে নদীর পড়ে কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুটি ট্রাকের চালককে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অবৈধাবে বালু উত্তোলনের জন্য তৈরি করা ট্রাক উঠানামার পথ বন্ধ করেছে প্রশাসন।

জানা যায়, রবিবার (২৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার সারী নদীর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে বেআইনিভাবে নদীর পাড় খনন করে বালু উত্তোলন করে ট্রাকে লোড করার সময় অভিযান চালিয়ে দুটি ট্রাক জব্দ করা হয়। এসময় দুটি ট্রাকের চালক দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী। সহযোগিতা করে জৈন্তাপুর মডেল থানাপুলিশের একটি টিম।  

অভিযানকালে বালু পরিবহন করার অবৈধ রাস্তাটি খুঁটি পুতে বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপামনি দেবী বলেন, সিলেটের জেলা প্রশাসক মজিবুর রহমানের নির্দেশনা মোতাবেক পরিবেশ সুরক্ষায় জৈন্তাপুরে কঠোরভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলমান রয়েছে। তারই ধারবাহিকতায় রবিবার অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে জরিমানা করা হয়েছে।