ঢাকা, মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ই বৈশাখ ১৪৩১

ঝিনাইদহে ৮ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ঝিনাইদহ প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ২৭ মে ২০২২ ১১:২২:০০ অপরাহ্ন | দেশের খবর
অনিবন্ধিত প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ।  শুক্রবার (২৭ মে) দুপুরে শহরের আরাপপুর, টার্মিনাল, হামদহসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
 
ঝিনাইদহের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিথিলা ইসলাম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতালের তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছে। যেসব হাসপাতালের নিবন্ধন নেই, সেসব হাসপাতালে তালা ঝুলিয়ে সিলগালা করা হয়েছে। নিবন্ধন পাওয়ার পর, সেগুলো চালু করা যাবে।
শুক্রবার দুপুর পর্যন্ত ওমেগা প্রাইভেট হাসপাতাল, ছন্দা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, নোভেল প্রাইভেট হাসাপাতালসহ আটটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে।
 
ঝিনাইদহ জেলা জুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।  
 
স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে, জেলায় ১৭৯টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। যার মধ্যে ২৭টি অনিবন্ধিত ও ৪৮টির নবায়ন করা হয়নি।