ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুতে মণিরামপুর ও বঙ্গমাতায় জেলা চ্যাম্পিয়ন সদর

যশোর প্রতিনিধি : | প্রকাশের সময় : শনিবার ৪ জুন ২০২২ ০৯:১৫:০০ অপরাহ্ন | খেলাধুলা

যশোরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালিকা (অনূর্ধ্ব-১৭) জেলা পর্যায়ের খেলা শনিবার সম্পন্ন হয়েছে। বঙ্গবন্ধুতে মণিরামপুর উপজেলা দল ও বঙ্গমাতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে যশোর সদর উপজেলা দল। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে গতকাল দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুতে মণিরামপুর উপজেলা দল ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে সদর উপজেলা দলকে। মণিরামপুর উপজেলা দলের তানভীর আহমেদ ৫০ ও রাজু ৬৪ মিনিটে উভয়ে একটি করে গোল করেন। ম্যাচ সেরা হয়েছেন সদর উপজেলা দলের সাকিব। বঙ্গমাতার ফাইনালে সদর উপজেলা দল টাইব্রেকারের ২-১ গোলে হারায় কেশবপুর উপজেলা দলকে। সদর উপজেলা দলের হিরা খাতুন ও তিথি টাইব্রেকারের গোল করেন। অপরদিকে, কেশবপুর উপজেলা দলের লিমা একমাত্র গোলটি করেন। খেলার নির্ধারিত সময় গোল শুন্য ড্র থাকাই ম্যাচটি গড়াই টাইব্রেকারে। ম্যাচ সেরা হয়েছেন সদর উপজেলা দলের হিরা খাতুন। বঙ্গবন্ধুতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়  সদর উপজেলা দলের সাকিব ও সেরা গোলদাতা সদর উপজেলা দলের ফাহিম মুনতাসির রেদওয়ান (৫টি গোল)। বঙ্গমাতায় টুর্নামেন্ট সেরা খেলোয়াড় সদর উপজেলা দলের হিরা খাতুন এবং সেরা গোলদাতা কেশবপুর উপজেলা দলের রিয়া খাতুন (৫টি গোল)। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর ও প্রেস ক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান। সভাপতিত্ব করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান। বক্তব্য রাখেন যশোর সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। সমাপনী অনুষ্ঠান সঞ্চালন করেন যশোর জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান। উল্লেখ্য, গত ২৯ মে জেলা পর্যায়ের খেলা শুরু হয়।