ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

বন্ধুর মোটরসাইকেল থেকে পড়ে আহত শাবি ছাত্রী আইসিইউতে

শাবি প্রতিনিধি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১১ অগাস্ট ২০২২ ০৮:০০:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী।

 

বর্তমানে ওই ছাত্রী সিলেট এমএজি ওসমানী মেডিকেলে জরুরি বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। তার জ্ঞান এখনও ফেরেনি।

 

বুধবার রাতে সিলেট বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল।

 

আহত মুবাশ্বেরা বিশ্ববিদ্যালয়ের ইন্ড্রাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং(আইপিই) এর তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলে থাকেন।

 

শাবি প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল জানান, ‘সহপাঠীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল ওই ছাত্রী। ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে আহত হয় সে। সহপাঠীরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে আইসিইউতে আছে। রাতে উপাচার্য ও আমি তাকে হাসপাতালে দেখে এসেছি।’

 

হাসপাতালের আইসিইউর ইনচার্জ ড. তানভীর ইসলাম নাবিল  বলেন, ‘ওই ছাত্রীর অবস্থা আশংকাজনক। এখনও জ্ঞান ফেরেনি। তার মাথার ডানদিকে আঘাত রয়েছে। মস্তিষ্কে কিছু রক্তকরণ হয়েছে। ৭২ ঘন্টা পর বুঝা যাবে তার অবস্থার উন্নতি হবে কি না। চিকিৎসা চলমান রয়েছে।’

 

মুবাশ্বেরর সঙ্গে থাকা সহপাঠী সাজ্জাদ বলেন, ‘আমরা চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে এয়ারপোর্টের দিকে ঘুরতে গিয়েছিলাম। একটিতে আমি ড্রাইভ করছিলাম। আমার পেছনে ছিল মুবাশ্বেরা। ফেরার পথে মুবাশ্বেরার দুই হাতেই জিনিস ছিল। রাস্তা উঁচু-নিচু হওয়ায় হঠাৎ করে মোটরসাইকেল থেকে পড়ে যায় সে। এরপর অজ্ঞান হয়ে পড়ে। ওই সময় তাকে আমরা সিএনজি অটোরিকশাযোগে ওসমানী মেডিকল হাসপাতালে নিয়ে আসি।’