ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

বেগম রোকেয়া পদকপ্রাপ্ত অর্চনা বিশ্বাসকে সংবর্ধনাসহ নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ফরহাদ খান, নড়াইল : | প্রকাশের সময় : শুক্রবার ৩১ ডিসেম্বর ২০২১ ০৮:১০:০০ অপরাহ্ন | শিক্ষা

নারী অধিকার রক্ষায় ‘বেগম রোকেয়া পদক-২০২১’ প্রাপ্ত জয়তী সোসাইটির পরিচালক নড়াইলের নলদীরচর গ্রামের সন্তান অর্চনা বিশ্বাসকে সংবর্ধনা দেয়া হয়েছে। এছাড়া পাশের শিমুলিয়া গ্রামের সন্তান কবি বিপুল বিশ্বাসের ‘গাঁয়ের আঁচল’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে শুক্রবার (৩১  ডিসেম্বর) বিকেলে দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
 
শিক্ষাবিদ বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সরকারি বিএল কলেজের ইংরেজি বিভাগের প্রফেসর ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন-গোবরা মিত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ার হোসেন, অধ্যক্ষ রওশন আলী, নজরুল গবেষক সাংবাদিক এইচ এম সিরাজ, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল জেলা সভাপতি মলয় কুমার কুন্ডু, জয়তী সোসাইটির পরিচালক সংবর্ধিত অর্চনা বিশ্বাস, কবি বিপুল বিশ্বাস, শিক্ষক সুকুমার হাজরা, জাগ্রত তরুণ সংঘের উপদেষ্টা নাজিম উদ্দিন মোল্যা, সভাপতি ডাক্তার মিনারুল হোসেন মিনা, সাধারণ সম্পাদক মিঠুন সরদার, রাজীব মোল্যা, বিকাশ চন্দ্র বিশ্বাসসহ অনেকে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে সকালে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।