ঢাকা, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ই বৈশাখ ১৪৩১

শান্তিগঞ্জে এফআইভিডিবির সার্বিক সহযোগিতায় বন্যাদূর্গতদের খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন

কাজী জমিরুল ইসলাম মমতাজ, সুনামগঞ্জ | প্রকাশের সময় : শনিবার ২৫ জুন ২০২২ ০২:২৩:০০ পূর্বাহ্ন | সিলেট প্রতিদিন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে এনজিও কনসার্ন ওয়াল ওয়াইড এর সহায়তায়, এফআইভিডিবির সার্বিক সহযোগিতায় বন্যাদূর্গত ৫ হাজার পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২৪ জুন) বিকালে উপজেলার এফআইভিডিবির আঙ্গিনায় তালিকা করে উপজেলার ৩টি ইউনিয়নের ৫ হাজার পরিবার বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) সকিনা আক্তার, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, কনসার্ন ওয়াল্ডওয়াইডের প্রতিনিধি জিল্লুর রহমান চৌধুরী, এফআইভিডিবির জীবন মান উন্নয়ন কর্মসূচীর কোঅর্ডিনেটর ফখরুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ এফআইভিডিভির আরএম বজলুর রহমাম, সাইফুল ইসলাম চৌধুরী, দেলোয়ার হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার সহ প্রমূখ।

উল্লেখ্য উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কল নোয়াগাও গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ১০ কেজি চাল, ১ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল, ১ কেজি লবন, ১ কেজি বুডের ডাল, ৪ কেজি চিড়া, ২ কেজি চিনি ও ১৪০ পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।

কনর্সান ওয়াল্ডওয়াইডের প্রতিনিধি জিল্লুর রহমান চৌধুরী জানান, শান্তিগঞ্জ উপজেলার বেশী পরিমান বন্যা দূর্গত এলাকা হিসাবে ৩টি ইউনিয়নে আমরা ৫ হাজার পরিবারকে নির্বাচিত করে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছি। আগামীতে আমরা আরো ২/৩টি ইউনিয়নকে ত্রাণ ভিতরণের অর্ন্তভূক্ত করা হবে।