ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ই বৈশাখ ১৪৩১

সুনামগঞ্জের দুর্গম এলাকায় দু:সাহসী রনজিত সরকার

সিলেট ব্যুরো: | প্রকাশের সময় : শনিবার ২৫ জুন ২০২২ ০৭:২৩:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন

ভয়াবহ বন্যার কারণে সুনামগঞ্জের প্রতিটি জনপদ পরিণত হয়েছে দুর্গম এলাকায়। সেখানকার বানভাসী মানুষের পাশে দাঁড়াতে গেলে অনেকটা দু:সাহসের পরিচয় দিতে হয়। কারণ প্রতিটা মূহূর্তে সেখানে বিরাজ করছে ভয়াবহ বিপদ। এই অবস্থার মধ্য দিয়ে বানভাসী মানুষের পাশে দাঁড়াতে অনেকেই ছুটে যাচ্ছেন। ভয়াবহ যাত্রায় অনেকে দুর্ঘটনার শিকারও হয়েছেন।

এডভোকেট রনজিত সরকার ওই দু:সাহসী দলের অন্যতম সদস্য। সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা এডিশনাল পিপি অ্যাডভোকেট রনজিত সরকার বন্যা শুরু হতেই অবস্থান নেন সুনামগঞ্জে। পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার পর তিনি দলিয় কর্মীদের নিয়ে ছুটে যেতে থাকেন অসহায় মানুষের পাশে। জীবনের ঝুঁকি নিয়ে বানভাসী মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

জেলার শাল্লা, তাহিরপুর, দিরাই, ধর্মপাশা মধ্যনগর ও জামালগঞ্জ উপজেলার সর্বত্র ছুটে যেতে থাকেন তিনি। রনজিত সরকারের ওই দু:সাহসী কর্মকান্ডে যুক্ত রয়েছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে ক্ষুধার্থ বানভাসী মানুষের পাশে ছুটে যেতে থাকেন খাবার নিয়ে। ওইসব উপজেলার প্রতিটিতেই প্রতিদিন আজো ছুটে যাচ্ছেন খাবার ও সহায়তা নিয়ে।  


সর্বশেষ শুক্রবারে তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বন্যা কবলিত বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তিনি। সারাদিন বিভিন্ন আশ্রয় কেন্দ্রসহ বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, বেহেলী ইউনিয়ন চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুল হক, তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট মহানগর সেচ্ছাসেবকলীগ এডভোকেট রুকন মিয়া, দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর, বেহেলী ইউনিয়ন এর মেম্বার জালাল উদ্দিন, মেম্বার আবুল কাশেম, মহিলা মেম্বার বেবী রানী, মহিলা মেম্বার হাফসা বেগম, আব্দুল মান্নান, তৌহিবুর রহমান, তাহিরপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের প্রচার সম্পাদক সুমন দাস,  সিলেট জেলা  ছাত্রলীগ নেতা নাজির হোসেন, হাবিবুর রহমান পংকি, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি  রুমন মিয়া, সিলেট জেলা ছাত্রলীগ নেতা  জামাল আহমেদ, ফয়সল পলাশ, তাজুল ইসলাম, জায়েদ আহমেদ, চয়ন দাস, দিপু, সেতু, আকরাম, আহমেদ জায়েদ, রিপন আহমদ, হোসাইন প্রমুখ।

২২ জুন ধর্মপাশা উপজেলা ও মধ্যনগর উপজেলার বন্যা কবলিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বানবাসী মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন তিনি।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, ২ নং দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন চেয়ারম্যান রাসেল আহমেদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, ধর্মপাশা  সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, ধর্মপাশা আওয়ামী লীগ নেতা মুসাদ্দিক রহমান মালেক, এম কে রব্বানী বুলেট, ধর্মপাশা উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক  রোখন উদ্দিন বেপারী, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আলি আকবর, সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান উজ্জ্বল, সাবেক ছাত্রনেতা মোঃ মুশফিকুর রহমান মানিক, মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির, মধ্যনগর আওয়ামী লীগের যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক এবং তাহিরপুর উপজেলা আওয়ামীগের সদস্য আজিজুল হক, মধ্যনগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সোহাগ, সেলভরস ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি লতুয়া হোসেন লতু মেম্বার, সাধারণ সম্পাদক তৌহিদ   তাহিরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, মধ্যনগর ৪নং ইউনিয়ন ২ নং ওয়ার্ড মেম্বার প্রান গোপাল চৌধুরী, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি নিউটন সরকার, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, সিলেট জেলা ছাত্রলীগ নেতা নাজির হোসেন, ৩নং চামারদানী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মমিনুর রেজা জনি প্রমুখ।