ঢাকা, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ই চৈত্র ১৪৩০

হরিপুর উপজেলায় উচ্চ ফলনশীল ভুট্টার চাষ, আবহাওয়া অনুকূলে থাকায় ফলনের ব্যাপক সম্ভাবনা।

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারী ২০২২ ০৩:০০:০০ অপরাহ্ন | কৃষি ও প্রকৃতি

 

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আসন্ন  রবি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভুট্টা চাষিরা ব্যাপক ফলনের আশাবাদী। হরিপুর উপজেলা কৃষি অফিস সুত্রে জানা যায়,গতবছর   উপজেলার কৃষক ব্যাপক ফলন পাওয়ায়, এইবারেও ৫৩.২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ করেছে কৃষক। বিভিন্ন জাতের ভুট্টা অধিক পরিমাণে ফলনশীল হওয়ায় উপজেলার গেদুরা  ইউনিয়নের চাষি মনিরুল ইসলাম বলেন,৪০ মন বিঘা প্রতি ফলন পেয়েছি, খরচ বাদে বেশ ভালো লাভ হয়, এবারেও পায়োনিয়ার জাতের ভুট্টা  ২ একর  জমিতে  আবাদ করেছি। ২ নং আমগাও ইউনিয়নের জামুন গ্রামের মসলিম বলেন,গতবছর ১ একর জমিতে ভুট্টা আবাদ করেছিলাম,অধিক লাভের সম্ভাবনায় এই বারেও সমপরিমান জমি ভুট্টা আবাদ করেছি। কোন রকম দুর্যোগ না হলে ৪০/৫০ হাজার টাকা লাভ হতে পারে। 
 
৪ নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের দায়িত্ব প্রাপ্ত  উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আনিসুর রহমান জানান,  গতবছরের চেয়ে এইবারেও বেশি ভুট্টা আবাদ হয়েছে,  আমরা বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কর্মকর্তাগণ কৃষকদের সার্বিক সহয়তা করছি। আবহাওয়া অনুকূলে থাকায় এখন পর্যন্ত ভুট্টা পোকার আক্রমণ কম। আশা করি কৃষক ভালো ফলন পাবে বলে মনে করি। 
এছাড়াও হরিপুর উপজেলায় গম,ভুট্টা, সরিষার প্রদর্শনী পল্ট   রবি মৌসুমে  আবাদ হয়েছে। উপজেলায় গম  ৪৯.৯০ হেক্টর জমিতে আর সরিষা আবাদ হয়েছে ২১.৫০ হেক্টর । সেই ফসল গুলো আবহাওয়া অনুকূলে থাকায়  ভালো ফলন পাবে  আশা বাদী কৃষক । 
  বিভিন্ন ইউনিয়নের কৃষকদের সাথে আলাপের তথ্যের ভিত্তিতে জানা যায়, উপজেলায় আলুর ব্যাপক লোকসান কাটিয়ে উঠতে সক্ষম হবে। কৃষক কে  আলুর বর্তমান বিঘা প্রতি ৮/১০ হাজার টাকা  লোকসান গুনতে হয়েছে।