ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১
সরিষাবাড়ীতে জেলহত্যা দিবসের আলোচনায়

‘যা পাবার তা পেয়েছি, আমার আর কোন চাওয়া-পাওয়া নেই’ :ডা. মুরাদ হাসান এমপি

কামরুল হাসান, জামালপুর: | প্রকাশের সময় : শনিবার ৪ নভেম্বর ২০২৩ ০৩:৪৪:০০ অপরাহ্ন | রাজনীতি

জামালপুরের সরিষাবাড়ীতে শুক্রবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান স্মৃতি সংসদ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় অনুসারীদের উদ্দেশ্যে ডা. মুরাদ হাসান এমপি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন- পাকিস্তানের বিশ্বস্ত দালাল ও জাতীয় চার নেতা হত্যার মাস্টার মাইন্ড ছিলেন জিয়াউর রহমান। বিএনপি-জামাত বাংলাদেশের স্বাধীনতা বিরোধী। তারা পাকিস্তানের দালাল হিসেবে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তাই আওয়ামী লীগ সরকারের সাফল্যকে ম্লান করতে তারা আবারও ধ্বংস যজ্ঞ চালাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আলহাজ্ব আজমত আলী মাস্টারের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সরিষাবাড়ী কমান্ডের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ-সাধারন সম্পাদক খোরশেদ আলম ভিপি ও উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার হত্যাকারীদের বিদেশ থেকে ফিরিয়ে এনে মামলার রায় কার্যকরের দাবী জানান। এছাড়া জেল হত্যা মামলাকে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ দাবি করে পুনরায় তদন্তের মাধ্যমে এ ঘটনায় জড়িত এবং মদদদাতাদের চিহ্নিত করার দাবিও জানান বক্তারা। প্রধান অতিথির বক্তব্যের আগ মুহুর্তে সঞ্চালক কালা চান পাল দাবি জানান, হয় মনোনয়ন নিয়ে আসুন, না হয় অনুসারীদের নিরাপদ আশ্রয় খুঁজুন। পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কাজ শেষ হয়। সভা সঞ্চালনা করেন ৪নং ওয়ার্ড পৌর কাউন্সিলর কালা চান পাল।