মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর :
গাজীপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নাজমা বেগম (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
নগরীর বাসন থানার পালের পাড়া এলাকায় বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত নাজমা ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আন্দারিয়া পাড়ার চাঁন মিয়ার স্ত্রী। তিনি তেলিপাড়ায় একটি ভাড়া বাড়িতে থাকতেন।
বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, দুপুরে পালেরপাড়া এলাকার আব্দুল মতিন মেম্বারের মালিকাণাধীন ভবনের তৃতীয়তলার নির্মাণ কাজ চলছিল।এক পর্যায়ে পা ফসকে নিচে পড়ে যান তিনি। পরে এলাকাবাসী উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।