মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর :
গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকান তৃণভোজী প্রাণী কমন ইল্যান্ডের ঘরে এলো নতুন অতিথি।
বুধবার দুপুরে কমন ইল্যান্ড একটি বাচ্চার জন্ম দেয়।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, এ নিয়ে প্রাণিবৈচিত্র্যে সমৃদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কমন ইল্যান্ডের সদস্য সংখ্যা হলো চার। এদের মধ্যে তিনটি পুরুষ ও একটি স্ত্রী। সদ্যোজাত শাবকটি পুরুষ।
গত বছরের ১৮ মে কমন ইল্যান্ড প্রথম বাচ্চার জন্ম দিয়েছিল।
ঠিক ১০ মাসের মাথায় আরও একটি শাবক পেলাম আমরা।
সদ্যোজাত শাবকটি তার মায়ের দুধ পান করছিল। ধারণা করা হচ্ছে, দুপুর ১২টার দিকে শাবকটির জন্ম হয়েছে।