মোহাম্মদ আকতারুজ্জামান, গাজীপুর :
গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সালাউদ্দিন সরকারকে আহ্বায়ক, মো. সোহরাব উদ্দিনকে সদস্য সচিব এবং শওকত হোসেন সরকারকে ১ম যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
মঙ্গলবার কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন করেছেন।
কমিটির আহ্বায়ক, সদস্য সচিব এবং ১ম যুগ্ম আহ্বায়কের যৌথ স্বাক্ষরে আহ্বায়ক কমিটির সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হবে।
নতুন ঘোষিত কমিটির সদস্য সচিব সোহরাব উদ্দিন বলেন, এ কমিটির মধ্য দিয়ে তৃণমূল নেতাকর্মীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে।
এজন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মহানগরকে গতিশীল করতে যোগ্য ও ত্যাগী নেতাদের সমন্বয়ে দ্রুত ওয়ার্ড ও থানা কমিটি পুনর্গঠন করা হবে।
আগামী দিনের আন্দোলন সংগ্রামে গাজীপুর মহানগর বিএনপি গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা পালন করবে।