ভাষা শহীদদের স্বরণে ও আন্তজাতিক মাতৃভাষা দিবসে এই প্রথম নাটোরের নলডাঙ্গায় সমতল ক্ষুদ্র নৃ-তান্তিক জনগোষ্ঠীদের হারিয়ে যাওয়া ঐহিত্য নিজস্ব সংস্কৃতির ভাষায় দলীয় নৃত্য ও গান পরিবেশনের সুযোগ পেল।২১ ফেব্রয়ারী রোববার বিকালে নলডাঙ্গা সরকারী উ”চ বিদ্যালয় চত্বরে নলডাঙ্গা উপজেলা প্রশাসনের বিভিন্ন আয়োজনের মধ্যে এটি ছিল ব্যতিক্রম আয়োজন।এ আয়োজনের নাম দেওয়া হয়েছিল রক্ত দিয়ে কেনা আমার মায়ের ভাষা।আর সেখানেই পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-জনগোষ্টিরা তাদের নিজস্ব সংস্কৃতিতে প্রাণ খুলে নাচ ও গান গেয়ে আনন্দ পেলেন।তারা জানিয়েছেন এর আগে এরকম সুযোগ কখনও পাননি,বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে তাদের হারিয়ে যাওয়া নিজস্ব সংস্কৃতি ভাষায় অনুষ্ঠানের আরোও সুযোগ চান।আয়োজক উপজেলা প্রশাসন জানিয়েছেন, মাতৃভাষা বাংলা জাতীয় ও দাপ্তরিক ভাষা।যেহেতু বাঙালিরা বুকের তাজা রক্ত দিয়ে বাংলা ভাষাকে মর্যদার আসনে বসিয়েছেন তাই অন্য ভাষা ও সংস্কৃতির প্রতিও মর্যদাবান হওয়ার জন্য এমন আয়োজন।