বেনাপোল প্রতিনিধি:যশোরের বেনাপোল সীমান্ত থেকে আবু মুছা (৩৮) নামে এক ভূয়া এনএসআই কর্মকর্তাকেগ্রেফতারকরেছে পুলিশ।
শনিবার (২০ফেব্রুয়ারি) বিকালে বেনাপোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতারকরা হয়।গ্রেফতারকৃত আবু মুছা যশোরের ঝিকরগাছা থানার বাঁকড়ার মাজারুল ইসলামের ছেলে।
পুলিশ জানান, এনএসআই ফ্লিড অফিসার পরিচয়ে আবু মুছা নামে এক ব্যক্তি তদন্তে যাওয়ার জন্য ফোন করে সোর্স নিয়ে পুলিশকে বেনাপোল বাজারে আসতে বলে। এসময় এনএসআই আবু মুছার নিকট গিয়ে তদন্তের বিষয়টি জানতে চাইলে সে কোন সদুত্তর দিতে পারেনি। পরে কথাবার্তায় সন্দেহ হলে তাকে কৌশলে থানায় নিয়ে আসা হয়। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে ভূয়া এনএসআই প্রমাণিত হলে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেফতারকৃত ভূয়া এনএসআই পরিচয়ধারীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় প্রতারণার একটি মামলা হয়েছে। তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। #