সিলেটের প্রবীণ সাংবাদিক ও দৈনিক বায়ান্নের সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান এমএ রহিম সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। ১৫ ফেব্রুয়ারি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড কর্তৃপক্ষ ছাড়পত্র প্রদান করেন সাংবাদিক এমএ রহিমকে। এর পরপরই সাংবাদিক রহিমকে গ্রহণ করেন সিলেটের দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. মুজিবুর রহমান ডালিম। পরে শহরতলির মোহাম্মদপুরের বাসায় পৌঁছে দেন সাংবাদিক রহিমকে।
প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি সিলেট নগরীর জিন্দাবাজারে অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন সাংবাদিক এমএ রহিম। সহকর্মীরা উদ্ধার করে সাংবাদিক রহিমকে ভর্তি করেন ইবনে সিনা হাসপাতালে। এখানে দীর্ঘ ১০ দিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠেন।