সৈয়দপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির কন্যা জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সভানেত্রী নার্জিজ বানু ও স্থানীয় আওয়ামীলীগের কতিপয় দূর্নীতিগ্রস্থ নেতাকে নিয়ে গড়া তার সিন্ডিকেটের ক্ষমতায় তিনি সরকারী নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে খেয়াল খুশীমতো চাকুরী করছেন। তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা অবস্খায় সরকারী নিয়ম অমান্য করে বঙ্গবন্ধুকে অবমাননার উদ্দেশ্যে সরকারী পত্রে মুজিব বর্ষের লোগো ব্যবহার না করে চিঠি বিলি বন্টন করে ব্যপকভাবে সমালোচিত হয়েছিলেন। ইতিপূর্বে ২০১৩ সালে এইচ এস সি পরীক্ষা কেন্দ্রে এক মেধাবী ছাত্রীর লেখা বন্ধ করে পনের মিনিট ধরে তার উত্তরপত্র থেকে কিছু অংশ কপি করে অন্যান্য শিক্ষার্থীকে সরবরাহ করার কারণে তৎকালীন কমিটি তাকে শোকজ করে তাকে বরখাস্ত করার সিদ্ধা›ত গৃহীত হয়েছিলো কিন্তুু তিনি সিন্ডিকেটের নেতাদের কারণে পার পেয়ে যায়।
মাননীয় রাষ্ট্রপতি অর্ডিন্যান্স বলে মুজিববর্ষের লোগোকে অপমানের কারণে দ্রুত সৈয়দপুর সরকারী কলেজে প্রফেসর জনাব আব্দুল মান্নান সরকারকে অধ্যক্ষ নিয়োগ দেয়া হয়। তিনি নিয়োগ পাওয়ার পর থেকে সকল অনিয়ম দূর্নীতি, সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে অধ্যক্ষ মহোদয় কলেজ পরিচালনার প্রয়োজনে সরকারী বিধি বিধান না মানার কারণে উপাধ্যক্ষ নার্জিজ বানুকে গত ০২/০২/২০২১ ইং তারিখে শোকজ করেন উক্ত শোকজ নোটিশ পাওয়ার পর হতেই উপাধ্যক্ষ নার্জিজ বানু তার স্বামীর পত্রিকা সাপ্তাহিক আলাপনে সৈয়দপুর সরকারী কলেজের বিরুদ্ধে মনগড়া লোপাটের অভিযোগ এনে একটি সংবাদ পরিবেশন করেন। এব্যাপারে অধ্যক্ষ মহোদয় বলেন এই নার্জিজ বানু ইতিপূর্বে আমাকেও হুমকি দিয়েছেন। এবং বর্তমানে তার বিরুদ্ধে এতই অভিযোগ রয়েছে যে আপনারা সাংবাদিকরা দশটি পর্ব করলেও শেষ হবেনা।