হিলি প্রতিনিধি:
বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসুর্চীর আওতায় দিনাজপুরের হাকিমপুরে ৫১ জন আদিবাসী আদিবাসি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন প্রদান করলেন জেলা প্রশাসক মাহমুদুল আলম।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ উন্মুক্ত মঞ্চে খুদ্র নৃ গোষ্ঠি ছাত্রদের মাঝে শিক্ষা উপকরন বিতরন উপলক্ষে আলোচনা সভা উপজেলা নিবার্হী অফিসার নুর এ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ হারুন,উপজেলা ভাইস চেয়ারম্যন শাহিনুর রেজা শাহিন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,উপজেলা আওয়ামীগের সংগঠনিক সম্পাদক সোহারাফ হোসেন প্রতাপ মল্লিক।
জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধান মন্ত্রী খুদ্র নৃ গোষ্ঠি ছাত্রদের শিক্ষিত করে গড়ে তুলতে সহ যোগিতা করছেন। যাতে তারা তাদের সমাজকে উন্নত করতে পারেন।