ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আগামী ৫টি বছর জনগণের সুখ দুখের সাথী হয়ে কাজ করতে চাই- সোলায়মান আলম শেঠ

মিতু রানী | প্রকাশের সময় : মঙ্গলবার ১৯ ডিসেম্বর ২০২৩ ১১:০৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ আংশিক) আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নগর জাপার সভাপতি সোলায়মান আলম শেঠ। তিনি এই আসন নিয়ে যথেষ্ঠ আশাবাদী হয়ে বলেন, আমি যদি আগামী ৭ জানুয়ারী নির্বাচনের ভোটে এই আসনে নির্বাচিত হই, বোয়ালখালীকে একটি শহরে পরিণত করবো। সুন্দর একটি বোয়ালখালী সাজিয়ে দিবো।

জাতীয় পার্টির এই নেতা বলেন, সুষ্ঠ নির্বাচন হলে আমি বিপুল ভোটে জয়লাভ করবো। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার একটা সুষ্ঠ নির্বাচন হবে। আমরাও প্রধানমন্ত্রীর এই কথার সাথে একাত্নতা ঘোষনা করেছি। আমার নির্বাচনী এলাকায় আমাকে কমবেশী সবাই চিনে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আমি মনে করি সবাই আমাকে নিরবে ভোট দিবে। আমি তরুন ভোটারদের ভোট বেশী প্রত্যাশা করছি। আশা করি তরুন ভোটারদের কাছেও ভোট পাবো। 

উন্নয়ন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যদি আপনারা উন্নয়নের কথা বলেন তাহলে বলবো, জাতীয় পার্ঠি নির্বাচন মুখী ও উন্নয়ন মুখী। আমার নেতা মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদও দেশের উন্নয়নে আত্নত্যাগ করেছে। আমি তারই হাত ধরে ২০০০ সাল থেকে জাতীয় পার্টি করছি। এই দীর্ঘ সময়ে রাজনৈতিক ডামাঢোলে অনেক অভিজ্ঞতা অর্জন করেছি। সেই অর্জন দিয়ে আমি জনগণের পাশে থাকতে চাই। আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করলে গত ৫০ বছরে নির্বাচনী এলাকার উন্নয়ন যা দেখেন নাই, আশা করি আগামী পাঁচ বছরে তা দেখবেন।

 আমি নির্বাচিত হলে আগে আমার নির্বাচনী এলাকার সকল মানুষের সুখ দুঃখের সঙ্গী হবো। আমি দু দুবার খাগড়াছড়ি থেকে নির্বাচন করেছি। এবার বোয়ালখালী থেকে করছি। মানুষ চায় একটা পরিবর্তন। আশা করি এবার একটা ভাল ফল পাবো। জনগণের সাথে আমার সবসময় মেলবন্ধন আছে। বোয়ালখালীতে আমাদের সাবেক এমপি বাদল সাব ও মোছলেম সাব কালুর ঘাট সেতুর জন্য চেষ্টা করেছেন । আমি নির্বাচিত হলে সেই চেষ্টাকে গুরুত্ব দিয়ে  সফল করবো ইনশাল্লাহ। শুধু কালুরঘাট সেতু নয়, আমি ইয়াং জেনারেশনদের জন্য কাজ করতে চাই। কালূরঘাটের মানুষ যাতায়াতে অনেক কষ্টে আছে, তারা এখন ফেরীতে করে আসা যাওয়া করে। ব্রীজের জন্য আপ্রান চেষ্টা করবো। আর্ন্তজাতিক অনুদান এনে চেষ্টা করবো। তাছাড়া আমি নিজেও চেস্টা করবো এই সমস্যার সমাধান করতে। আমি জনগণের কাছে দোয়া চাই। আমি কাজের লোকের মতো কামলা হিসাবে জনগণের কাজ করতে চাই। জনগণের পাশে থাকতে চাই বাকী জীবন।