ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

আদমদীঘিতে আউশ প্রণোদনা পেলেন ৪২০ জন কৃষক

আদমদীঘি প্রতিনিধি: | প্রকাশের সময় : রবিবার ১০ এপ্রিল ২০২২ ০৭:১৫:০০ অপরাহ্ন | কৃষি ও প্রকৃতি

বগুড়ার আদমদীঘিতে ২০২১-২০২২ অর্থ বছরে খরিফ-১/২০২২-২০২৩ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪২০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের প্রত্যেকে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়। রোববার বেলা ১২ টায় উপজেলা চত্বরে আদমদীঘি উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রামের ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার দিপ্তী রানী রায়, আদুরী তমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, এনজিও প্রতিনিধি (ব্র্যাক) জালাল উদ্দিন, কৃষক প্রতিনিধি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন শেখ প্রমুখ।