বিপুল উৎসবমুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও দিনের আলো বাড়ার সাথে সাথে বিভিন্ন কেন্দ্রে এজেন্ট বের করে দেয়া, কেন্দ্র দখল সহ নানা অভিযোগে বিরতিহীনভাবে ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। আর এরি মধ্যে চরম অনিয়মের অভিযোগে কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি জাফর আলম, কক্সবাজার -৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজান সাঈদ, ও কক্সবাজার -৪ আসনের স্বতন্ত্র প্রার্থী নুরুল বশর এবং জাতীয় পার্টি মনোনীত নুরুল আমিন ভুট্টো।
ভোট গননা শেষে বেসরকারী ভাবে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন কক্সবাজার -১ আসনে আওয়ামীলীগ সমর্থীত ও কল্যাণ পার্টি মনোনীত হাতঘড়ি প্রতীক নিয়ে সৈয়দ মোহাম্মদ ইব্রাহীম, তিনি ভোট পেয়েছেন ৮১৯৫৫ টি, তার নিকটতম প্রতিদ্বন্ধী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম পেয়েছেন ৫২৮৯৬ টি ভোট।কক্সবাজার-২ আশেক উল্লাহ রফিক আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে, তিনি ভোট পেয়েছেন ৯৭৩৯৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধী বিএনএফ মনোনীত নোঙ্গর প্রতীক নিয়ে শরিফ বাদশা পেয়েছেন ৩৪৪৯৬ ভোট। কক্সবাজার-৩ সাইমুম সরওয়ার কমল আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে, তার প্রাপ্ত ভোট ১,৬৭,০৩৬ টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে মিজান সাঈদ পেয়েছেন ২১,৯৪৬ ভোট, ও কক্সবাজার-৪ শাহিন আকতার আওয়ামিলীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে। তার প্রাপ্ত ভোট ১,২৫,৭২৫ টি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে আবুল বশর পেয়েছেন ২৯,৯২৯ ভোট।
এদিকে বিকাল ৩ টার দিকে কক্সবাজার-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলম সাংবাদিকদের ডেকে বিজিবি ও একটি গোয়েন্দা সংস্থার লোকদের সরাসরি হস্তক্ষেপে শতাধিক কেন্দ্র দখল করে ট্রাক প্রতীকের এজেন্ট বের করে দিয়ে ঘড়িতে ভোট প্রদান করার অভিযোগে ভোট থেকে সরে দাঁড়ান, যদিও বিপক্ষ ব্যক্তিরা এটি হাস্যকর ও সরকারকে বিব্রত করতেই তার বক্তব্য বলে তারা বলেন, পরাজন নিশ্চিত বুঝতে পেরে ভোট শেষ হবার ৫০ মিঃ আগে ভোট থেকে সরে দাঁড়িয়েছেন।
কক্সবাজারের জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার ৪ টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ৫০ হাজার ৯৬০ জন। তারমধ্যে,পুরুষ ভোটার ৮ লক্ষ ৭৩ হাজার ৪৮০ জন এবং মহিলা ভোটার ৭ লক্ষ ৭৭ হাজার ৪৭৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে জেলার মধ্যে টেকনাফে মাত্র ২ জন।
৪ টি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র ৫৫৬ টি। ভোট কক্ষ (বুথ) রয়েছে স্থায়ী ৩ হাজার ৫০৭ টি। পুরো জেলায় অস্থায়ী বুথ রয়েছে ১৬ টি। ৪ আসনে সংসদ সদস্য প্রার্থী ২৬ জন, যার মধ্যে রয়েছে ২ জন নারী, অন্যদিকে প্রার্থীদের মধ্যে রয়েছেন স্বতন্ত্র ৬ জন। ১০ টি রাজনৈতিক দল দলীয় প্রতিকে অংশ নিচ্ছে কক্সবাজারের ৪ টি আসনে।
উল্লেখ্য যে, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজারে-১ আসনে জাফর আলম পরাজিত করেছিল হাসিনা আহমদকে। কক্সবাজার-২ আসনে আশেক উল্লাহ রফিক পরাজিত করে এ এইচ এম হামিদুর রহমান আজাদকে। কক্সবাজার-৩ আসনে সাইমুম সরওয়ার কমল পরাজিত করে লুৎফুর রহমান কাজলকে ও কক্সবাজার-৪ আসনে শাহিন আকতার পরাজিত করে শহজাহান চৌধুরীকে।