ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

কাদেরের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

জ্যেষ্ঠ প্রতিবেদক, ঢাকা: | প্রকাশের সময় : সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ০২:২৮:০০ অপরাহ্ন | জাতীয়

আওয়ামী লীগের টানা তিনবারের  সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ। 

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে হাইকোর্টে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন এই আইনজীবী। 

আবেদনে ওবায়দুল কাদের ছাড়াও তার স্ত্রী ইশবাতুন নেছা কাদের, ভাই আব্দুল কাদের মির্জা, শাহাদাত কাদের মির্জার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান করে মামলার আর্জি জানানো হয়েছে। 

৫ আগস্ট শেখ হাডিসনা দেশ ছাড়ার খবরের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা-ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেন আন্দোলনকারীরা।

এ সময় কাদেরের ছোটভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জার ঘর থেকে তিন বস্তা টাকা পেয়ে তা ভাগবাটোয়ারা করে অগ্নিসংযোগ করেন লুটপাটকারীরা। এছাড়া সংসদ ভবনের যে বাসায় ওবায়দুল কাদের থাকতেন সেখানকার সবকিছু লুট করে একদল উৎসুক জনতা। 

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান । এরপর থেকেই আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের ওবায়দুল কাদেরসহ সরকারদলীয় সাবেক এমপি-মন্ত্রী ও নেতাকর্মীরা। ৫ আগস্ট পরবর্তীতে শেখ হাসিনাসহ একাধিক মন্ত্রী-এমপির নামে অসংখ্য মামলা কার হয়।  এরমধ্যে বেশ কয়েকজন মন্ত্রী ও এমপিকে গ্রেপ্তারও করেছে অন্তবর্তীকালীন সরকার।