ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

গণমাধ্যম সংস্কার কমিশনে সদস্য হলেন নাসিরনগরের সন্তান সৈয়দ আবদাল আহমেদ

তন্ময় আহমেদ, নাসিরনগর | প্রকাশের সময় : বুধবার ২০ নভেম্বর ২০২৪ ১১:৫৯:০০ পূর্বাহ্ন | দেশের খবর

প্রধান উপদেষ্টার অনুশাসনে গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। 

জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ১১ সদস্য বিশিষ্ট গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গত রবিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

১১ সদস্যের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সন্তান সৈয়দ আবদাল আহমেদ নির্বাচিত হলেন। তিনি ১৯৬২ সালে নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের নাছিরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) ও এমএসসি সম্পন্ন করার পাশাপাশি সাংবাদিকতায় যুক্ত ছিল। পরিবেশ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ১৯৮৮-১৯৮৯ সালে পর পর দু'বার জাতিসংঘ সংস্থা এসকাপের সহযোগিতায় প্রবর্তিত ‘এসকাপ-এফইজেবি' পুরস্কার ও ১৯৯০ সালে অনুসন্ধানমূলক একটি প্রতিবেদনের জন্য সম্মানজনক ফিলিফস পুরস্কারও পেয়েছেন।

১৯৯২ সালের মার্চে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেস সচিব হিসেবে ১৯৯৬ সালের ৩০ই মার্চ পর্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন বলে জানা যায়। তিনি একাধারে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের ২০১১-২০১২ ও ২০১৩-২০১৪ মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে জাতীয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও বাংলা একাডেমির আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

কমিশন শিগগিরই তাদের কাজ শুরু করবে এবং সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নেওয়ার পর ৯০ দিনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

 

বায়ান্ন/এসএ