ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলমের বিরুদ্ধে স্থায়ী বহিস্কার আবেদন

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া (কক্সবাজার) : | প্রকাশের সময় : বুধবার ৩ জানুয়ারী ২০২৪ ১০:২৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজার-১ আসনের  স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি (সাময়িক অব্যাহতি) জাফর আলমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় আওয়ামী সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ববাবর আবেদন করেছে জেলা আওয়ামী লীগ। 

২ জানুয়ারী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সধারণ সম্পাদক মুজিবুর রহমান স্বাক্ষরিত এক আবেদনে এই সুপারিশ করা হয়। 

 

প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর পেকুয়ায় নির্বাচনী কার্যালয় উদ্বোধনকালে জাফর আলম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দলীয় শৃঙখলা পরিপন্থি বক্তব্য রাখেন। এই বক্তব্য ফেসবুক ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। 

 

এই বিষয়ে আদৃষ্ট হয়ে জেলা আওয়ামী লীগ জাফর আলমকে সাময়িক অব্যাহতি ও কারণে দর্শানো নোটিশ প্রেরণ করেন। 

এদিকে নোটিশের জবাব জেলা আওয়ামী লীগের মনোপূত না হওয়ায় তা গ্রহণ করেনি।

 

এ বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি জাফর আলমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন্দ্রীয় আওয়ামী লীগ বরাবর একটি আবেদন পাঠানো হয়েছে। 

 

কেন্দ্রীয় আওয়ামী লীগ এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।