ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলায় ৩ নং বকুয়া ইউনিয়নের নারগুন (ফালডাঙ্গী) গ্রামের ৭ নং ওয়ার্ডের মৃত আহম্মদ হোসেনের ছেলে মোঃ আজিজুল হকের চার বিঘা জমির লাউ গাছ কেটে দিয়েছে ।
লাউ চারা গাছ গুলো স্বযত্নে দীর্ঘদিন ধরে লালনপালন করে এখন ফল এসেছিল।মোঃ আজিজুল হকের আশা ছিল, আট/ নয় লক্ষ টাকা লাভ হবে।
, ৮-৪-২০২২ ইং দিবাগত রাতে চার বিঘা জমির লাউ গাছ কেঁটে দিয়ে সকল আশা শেষ করে দিলো দুর্বৃত্তরা।
মোঃ আজিজুল হক নিঃস্ব সম্বল অপলক দৃষ্টিতে ফসলের দিকে তাকিয়ে আছে। ভবিষ্যৎ অন্ধকার ভাবে পরিবারের লোকজন কান্না ভেঙে পরেছেন।
পবিত্র রমজান মাসে এমন অমানবিক নিষ্ঠুর কাজটি করতে পারে। গ্রামবাসী অবাক! শান্তনা দেওয়ার ভাষা নেই । এলাকাবাসীর দাবী ন্যাক্কারজনক ঘটনাটি যারা ঘটিয়েছে যেন উপযুক্ত শাস্তি হয়।
জানা গেছে প্রতিবেশী কিছু লোকের সঙ্গে মোঃআজিজুল হকের সঙ্গে পূর্ব শত্রুতা রয়েছে,এর জেরে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
লাউ চারা গাছ গুলো স্বযত্নে দীর্ঘদিন ধরে লালনপালন করে এখন ফল এসেছিল।মোঃ আজিজুল হকের আশা ছিল, আট/ নয় লক্ষ টাকা লাভ হবে।
, ৮-৪-২০২২ ইং দিবাগত রাতে চার বিঘা জমির লাউ গাছ কেঁটে দিয়ে সকল আশা শেষ করে দিলো দুর্বৃত্তরা।
মোঃ আজিজুল হক নিঃস্ব সম্বল অপলক দৃষ্টিতে ফসলের দিকে তাকিয়ে আছে। ভবিষ্যৎ অন্ধকার ভাবে পরিবারের লোকজন কান্না ভেঙে পরেছেন।
পবিত্র রমজান মাসে এমন অমানবিক নিষ্ঠুর কাজটি করতে পারে। গ্রামবাসী অবাক! শান্তনা দেওয়ার ভাষা নেই । এলাকাবাসীর দাবী ন্যাক্কারজনক ঘটনাটি যারা ঘটিয়েছে যেন উপযুক্ত শাস্তি হয়।
জানা গেছে প্রতিবেশী কিছু লোকের সঙ্গে মোঃআজিজুল হকের সঙ্গে পূর্ব শত্রুতা রয়েছে,এর জেরে ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।