ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
কক্সবাজার-১ আসন

ট্রাকের গতি কমাতে পারে হাত ঘড়ি

মোহাম্মদ উল্লাহ, চকরিয়া (কক্সবাজার) : | প্রকাশের সময় : শনিবার ৩০ ডিসেম্বর ২০২৩ ০৮:৫৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে নির্বাচনী ণড়াই জমে উঠেছে। সময় যতই যাচ্ছে  ততই বাড়ছে প্রার্থীদের প্রচার প্রচারণা। এ আসনে মূলত লড়াই হবে হাতঘড়ি ও ট্রাক প্রতিকের সাথে। 

আওয়ামী লীগ সমর্র্থিত প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এর হাত ঘড়ি মার্কা প্রচারণায় এগিয়ে রয়েছে। অন্যদিকে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান এমপি জাফর আলম। 

কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিমকে দলীয় সমর্থন দিয়েছেন জেলা আওয়ামীলীগ। তার পক্ষে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, সরাসরি কাজ করছেন।

হাটহাজারী উপজেলায় তার বাড়ি হলেও তার মেধা, প্রজ্ঞা দিয়ে ভোটরদের মন জয় করছেন তিনি। চকরিয়া-পেকুয়া থেকে সন্ত্রাস, দুর্নীতি ও দখলবাজি বন্ধে তিনি কাজ করবেন বলে প্রতিশ্রæতি দিচ্ছেন।

একইভাবে প্রার্থীতা বাতিল হওয়া নৌকা প্রতিক প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক  সালাহউদ্দিন আহমদও হাতঘড়ির পক্ষে ভোট প্রার্থনা করছেন

অপরদিকে বতর্মান এমপি জাফর আলম ি দিন-রাত ঘরে ঘরে গিয়ে ভোটরদের কাছে ভোট প্রার্থনা   ও কুশল বিনিময় করছেন। 

জাফর আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করলেও কিছু নেতাকর্মী ছাড়া দলের জেলা, উপজেলার বেশির ভাগ কর্মীই তার সঙ্গে নেই। 

সম্প্রতি জাফর আলম পেকুয়ায় নির্বাচনী অফিস উদ্বোধনকালে প্রধানমন্ত্রীকে নিয়ে বিরুপ মন্তব্য করে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদ থেকে সাময়িক বহিস্কার হন।