ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ঢেমশার পুলিশ ইনচার্জের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার দাবি মিনহাজের

জোবাইর বিন জিহাদী (সাতকানিয়া) চট্টগ্রাম : | প্রকাশের সময় : শুক্রবার ২২ ডিসেম্বর ২০২৩ ০৩:১৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা,গাড়ি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মোতালেব সিআইপির সমর্থকেরা।সম্মেলনে বক্তারা সশস্ত্র হামলাকারীদের গ্রেপ্তার না করায় তদন্ত করে ঢেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ ওমর ফারুকের বিষয়ে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

 

২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকেলে সাতকানিয়া উপজেলার এক হলরুমে হামলা ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। 

 

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী মোতালেব সিআইপির সমর্থক ও পশ্চিম ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিদুয়ানুল ইসলাম সুমনের বাড়িতে হামলা,তার ব্যবহৃত গাড়ি ভাংচুর ও স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপির সমর্থকেরা।

 

এসময় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়ক ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মোতালেবের সমর্থকের বাড়িতে সশস্ত্র হামলা, নির্বাচনী কার্যালয় ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মোতালেব সমর্থক গোষ্ঠী।সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সন্ত্রাসী ঘটনায় রাস্তার পাশে পার্কিং করা একটি ডাম্পার ট্রাক ও চেয়ারম্যান সুমনের মাইক্রোবাস এবং দুইটি সিএনজি চালিত অটোরিক্সা ভাংচুর করা হয়। আমাদের প্রার্থীর ইউনিয়ন নির্বাচনী ক্যাম্প সম্পূর্ণ ভাংচুর ও অফিসে রক্ষিত মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

 

বক্তারা আরো বলেন, সন্ধ্যার পর থেকে চেয়ারম্যান সুমন সন্ত্রাসীদের আনাগোনা বুঝতে পেরে ঢেমশা পুলিশ বিটের ইনচার্জকে ফোন করেন। তিনি ঘটনাস্থলে ছিলেন। তাঁর উপস্থিতিতেই উল্লেখিত সন্ত্রাসীরা চেয়ারম্যান সুমনের বাড়ীতে ১০০ রাউন্ডের অধিক গুলি বর্ষণ করেছে।অথচ তিনি তাদের গ্রেপ্তার করেনি।পরে সাতকানিয়া থানায় যোগাযোগ করার পর থানা থেকে আরো একটি ফোর্স পাঠানো হলে তাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।সশস্ত্র হামলাকারীদের দেখেও তাদের গ্রেপ্তার না করায় বিভাগীয় পদক্ষেপ ও নির্বাচনের আগে ঢেমশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৈয়দ ওমর ফারুককে অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানাই।পাশাপাশি পরিবেশ সুষ্ঠু রাখতে হামলাকারীদেরও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব এর প্রধান নির্বাচনী সমন্বয়ক ডা. আ.ম.ম মিনহাজুর রহমান,সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনজুমান আরা,সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের,বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান, আওয়ামিলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।