তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ রোববার দিনাজপুরের ৩টি উপজেলার ২৩টি ইউনিয়নে চলছে ভোটগ্রহন। এই ৩টি উপজেলার ২০৮টি ভোট কেন্দ্রে এই ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। ২৩টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন মোট ১ হাজার ১২৭ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৯৭ জন, সাধারন সদস্য পদে ৭৫৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৭২ জন।
সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোটগ্রহনের জন্য ২০৮টি কেন্দ্রে মোতায়েন রয়েছে মোট ৯৭৭ জন পুলিশ। এছাড়াও ২৩টি মোবাইল টিমে ১৩৮ জন, ৪টি স্ট্রাইকিং ডিউটিতে ৩৭ জন, বিজ্ঞ ম্যাজিষ্ট্রেটদের সাথে ১৮ জনসহ ৩টি উপজেলায় মোট ১ হাজার ৩২১ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। এছাড়াও কেন্দ্রে কেন্দ্রে টহল দিচ্ছে র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহন।