ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

নারীবান্ধব ক্যাম্পাসের দাবিতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

জাবি প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ২৮ অগাস্ট ২০২৪ ০৭:০২:০০ অপরাহ্ন | শিক্ষা

নারী বান্ধব ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

বুধবার (২৮ আগস্ট) দুপুর ১ টায় নারীবান্ধব ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলটি বঙ্গবন্ধু হল হয়ে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়

 

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা নারীবান্ধব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নিশ্চিতের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তারক্ষী নিয়োগ ও সিসিটিভি স্থাপনের দাবি করেন।

 

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনের কেন্দ্রে থাকা ব্যক্তিরা শিক্ষার্থীদের নিরাপত্তা বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেন নি। বার বার শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে তাদের জানানো হলেও তারা সেভাবে কোনো ব্যবস্থা নেয় নি। বিশ্ববিদ্যালয়ের এর আগেও পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা এবং নিরাপত্তারক্ষীর অভাবে নানা অপ্রীতিকর ঘটনা ঘটেছে। যার সুস্থ বিচার করতে ব্যর্থ প্রশাসন। 

 

এসময় অর্থনীতি বিভাগের ৪৭ বিভাগের শিক্ষার্থী তাপসী প্রাপ্তি দে বলেন, গত ২৫ আগস্ট আমাদের বোন চৌরঙ্গীতে যৌন নিপীড়নের শিকার হয়। গত কয়েকদিনে এই ক্যাম্পাসে অন্তত তিনটি এ ধরনের ঘটনা ঘটেছে। আমাদের ক্লাস পরীক্ষা চলমান থাকলেও আমাদের কোনো নিরাপত্তা নেই। এমনকি বিশ্ববিদ্যালয়ে এখন কোনো প্রশাসন নেই। যখন প্রশাসন বিদ্যমান ছিল তখনও সেভাবে কোনো ব্যবস্থা নেয়া হয় নি। এমনকি তারা যৌন নিপীড়ন সেলটিকেও নিজেদের কুক্ষিগত করে রেখেছিল। আমরা পরীক্ষারভাবে জানিয়ে দিতে চাই এই জাবিতে কোনো নিপীড়কের জায়গা হবে না। প্রশাসনকে অবশ্যই সকল ঘটনার দ্রুত বিচার করতে হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকল স্থানে পর্যাপ্ত নিরাপত্তারক্ষী, আলোর ব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে।

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এ টি এম আতিকুর রহমান বলেন, একটি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পূর্বেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস হিসেবে দেশব্যাপী পরিচিত। মাঝে মাঝে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটলেও শিক্ষার্থী-শিক্ষক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সেসকল ঘটনার সঠিক বিচার করা হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বাংলাদেশ তৈরি হয়েছে সেই দেশে এই ক্যাম্পাসকে অনিরাপদ প্রমাণ করার জন্য একটি কুচক্রিমহল বিভিন্ন গর্হিত কাজ করে চলেছে। আমাদের এই ক্যাম্পাসকে নিরাপদ রাখার জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা যদি এই বিষয়টি উপলব্ধি করতে পারে তবে আমরা এই ক্যাম্পাসকে নারীসহ সকল শিক্ষার্থীদের জন্য নিরাপদ করে গড়ে তুলতে পারব।