ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

নাসিরনগরে পাশের হার সরকারি কলেজ থেকে বিজয়লক্ষ্মী কলেজ এগিয়ে, গোকর্ণ কলেজে ধস

তন্ময় আহমেদ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): | প্রকাশের সময় : মঙ্গলবার ১৫ অক্টোবর ২০২৪ ০৮:২৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

মঙ্গলবার বেলা ১১ টায় ২০২৪ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। 

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার চারটি উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। উপজেলায় মোট ৯৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৯৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে পাশের হার ৫৩% এবং জিপিএ প্রাপ্ত হয়েছেন ৮ জন পরীক্ষার্থী। চারটি প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ পাশের হার  বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজ ও সর্বনিম্ন গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজ। জিপিএ ৫ পেয়েছে নাসিরনগর সরকারি কলেজ থেকে ০৮ জন, বাকি ৩ টি প্রতিষ্ঠান থেকে জিপিএ প্রাপ্ত শিক্ষার্থী নেই।

 

নাসিরনগর সরকারি কলেজে ৬২৬ জন উপস্থিতির মধ্যে ৩৩২ জন উত্তীর্ণ হয়ে পাশের হার ৫৩.০৪% জিপিএ-৫ পেয়েছে ৮ জন। বিজয়লক্ষ্মী স্কুল এন্ড কলেজে ৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৫ জন উত্তীর্ণ হয়ে পাশের হার ৬৩.৩৮%। চাতলপাড় ডিগ্রি কলেজে ১৮৮ জনের মধ্যে ১০৫ জন উত্তীর্ণ হয়ে পাশের হার ৫৫.৮৫%। গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজে ৫১ জনের মধ্যে মাত্র ১৪ জন উত্তীর্ণ হয়ে পাশের হার ২৭.৪৫% 

 

উপজেলা শিক্ষা অফিসারের অবসরে চলে যাওয়ায় দায়িত্বে থাকা জেলা শিক্ষা অফিসার জুলফিকার হোসেনের সাথে বেলা ২ টা ২৩ মিনিটে যোগাযোগ করলে তিনি বলেন, নাসিরনগর উপজেলা থেকে এখনও রেজাল্ট শীট পাঠাইনি, পাঠালে ডিটেইলস বলতে পারবো।