ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশের সময় : বুধবার ৬ নভেম্বর ২০২৪ ০৩:০৬:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী হিসেবে ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) গভীর রাতে ফ্লোরিডায় উচ্ছ্বসিত সমর্থকদের সামনে ভাষণ দেওয়ার সময় এই ঘোষণা দেন তিনি। বুধবার (৬ নভেম্বর) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, মধ্যরাতে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় নির্বাচনে নিজের বিজয় ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় নিজের প্রচার শিবিরের সদর দপ্তরে সমর্থকদের সামনে ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে।

জনতার উদ্দেশে তিনি বলেন, একদিন তারা (দেশের মানুষ) এই দিনের দিকে ফিরে তাকাবে এবং এই দিনটিকে ‘নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর মধ্যে একটি দিন’ হিসেবে বিবেচনা করবে।

অবশ্য, বুথফেরত জরিপ থেকে যে চিত্র পাওয়া যাচ্ছে, তাতে নিজেকে বিজয়ী বলতেই পারেন ট্রাম্প। এখন পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, হোয়াইট হাউসে প্রবেশের জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের বিপরীতে ইতোমধ্যে ২৬৭ ভোট পেয়ে গেছেন সাবেক এ প্রেসিডেন্ট। হোয়াইট হাউস পুনরুদ্ধারে আর মাত্র তিন ভোট দূরে আছেন তিনি। অন্যদিকে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এখনও আটকে আছেন ২২৪টি ভোট।

যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে মোট ৫১৪টি ইলেকটোরাল ভোট আছে, যেখানে আর মাত্র ২৩টি ভোটের হিসাব বাকি। এখন পর্যন্ত কাগজে-কলমের হিসাবে দুই প্রতিদ্বন্দ্বীর জন্যই হোয়াইট হাউজের দুয়ার খোলা মনে হলেও বাস্তবে ব্যবধান গড়ে দিচ্ছে সাত সুইং স্টেটের ৯৩টি ইলেকটোরাল ভোট, যেখানে এরই মধ্যে নর্থ ক্যারোলিনা, জর্জিয়া ও পেনসিলভানিয়ার ৫১টি ভোট দখলে নিয়েছেন ট্রাম্প।

বায়ান্ন/একে