সীমান্তে কাউবাড়ি পাহাড়ি নদী থেকে বালু ও পাথর উত্তোলন বন্ধ অব্যাহত রাখা বিষয়ক কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। নয় জুলাই বিকেলে কমলাকান্দায় মধ্য লেংগুরা বাজারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি - বেলা'র সহযোগিতা ও খলিলুর রহমানের সভাপতিত্বে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
কমলাকান্দা প্রেসক্লাবের সাবেক সহ- সাধারণ সম্পাদক মো,রিপন মিয়ার সঞ্চালনায় প্রধান
বক্তা হিসেবে বক্তব্য রাখেন আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ ( এআরএফবি )'র
চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক দিলওয়ার
খান ।
পরামর্শ সভায় পাহাড়ি নদী থেকে বালু পাথর উত্তোলন ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য সুরক্ষার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করা হয় । এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আলোচকগণ পরিবেশের সুরক্ষায় অবৈধভাবে বালু পাথর
উত্তোলন ও নদীর পাড়ের জমি ভাঙ্গন প্রতিরোধকল্পে স্থানীয়ভাবে গড়ে তোলার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পরামর্শ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
সাইদুর রহমান , ইয়াসমিন আরাফাত , আমানুল্লাহ কবীর ও এআরএফবি এর পরিচালক কাওসার আলম রনি ।