ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

পর্যটকদের ভিড়ে প্রাণ ফিরছে রাঙামাটির পর্যটন শিল্পে

রকিব উদ্দিন রকি, রাঙামাটি | প্রকাশের সময় : শনিবার ৯ নভেম্বর ২০২৪ ০৫:৩৬:০০ অপরাহ্ন | দেশের খবর

গত সেপ্টেম্বর মাসের সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে রাঙামাটি পার্বত্য জেলায় যে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছিল তার প্রভাব কাটিয়ে পর্যটন নগরী রাঙামাটি আবারও পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। 

দীর্ঘ ২৪ দিনের নিষেধাজ্ঞা শেষে ১ নভেম্বর থেকে রাঙামাটির সকল পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই পর্যটকমুখর হয়ে উঠে রাঙামাটি। যদিও প্রথম দিকে খুব একটা পর্যটকদের দেখা মিলেনি। কিন্তু সময়ের পরাক্রমে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ শহরে স্থানীয় এবং দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

সরেজমিনে গতকাল শুক্রবার ও আজ শনিবার রাঙামাটির আইকনিক সিম্বল খ্যাত ঝুলন্ত সেতুতে ঘুরে দেখা যায়, দেশের দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের আনন্দ ও উচ্ছ্বাসে সম্পূর্ণ পর্যটন এলাকা মুখরতায় ভরপুর। দলে দলে পর্যটকরা এসেছেন ঝুলন্ত সেতুতে। কেউ এসেছেন পরিবারের সাথে আবার কেউ এসেছেন বন্ধু-বান্ধবদের নিয়ে। দীর্ঘদিন পর পাহাড় ও হৃদের মিতালী ও সৌন্দর্য দেখতে পেরে আনন্দিত সকলেই।

পাশাপাশি পর্যটকদের আগমনে স্বস্তি ফিরছে পর্যটন সংশ্লিষ্ট হোটেল-মোটেল, ইকো রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট, পাহাড়িদের তৈরি পোষাক, সড়ক ও নৌযানসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে। 

চট্রগ্রাম শহর থেকে ঘুরতে আসা পর্যটক আহসান হাবীব বলেন, এর আগেও একবার এসেছিলাম, তখন পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা থাকার কারণে পর্যটন স্পটগুলো ঘুরে দেখতে পারিনি। আমাদেরকে বাঁধা প্রদান করা হয়েছিল। মনে অনেক কষ্ট নিয়ে ফিরে গিয়েছিলাম। এখন ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় আবার এসেছি। প্রথমে কাপ্তাই উপজেলার পর্যটন স্পটগুলো এবং পরবর্তীতে রাঙামাটি জেলার পর্যটন কেন্দ্রগুলো ঘুরতে পেরে এখন অনেক ভালো লাগছে। 

পর্যটন বোট ঘাটের ম্যানেজার ফখরুল ইসলাম বলেন, প্রথমদিকে খুব বেশি পর্যটক না আসলেও আস্তে আস্তে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার ও শনিবার ভালো পর্যটক এসেছে। আশা করছি এভাবে পর্যটকরা আসলে যা ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে পারবো।

হোটেল স্কয়ার পার্ক এর ম্যানেজার আবুল হাসান রায়হান বলেন, গত ১ নভেম্বর হতে টুকটাক পর্যটক আসতে শুরু করেছে। শুক্রবার ও শনিবার হতে আমাদের হোটেলে ৬০-৭০ শতাংশ বুকিং হয়ে গেছে। আশা করছি আগামী সপ্তাহে আমাদের ব্যবসা আরও ভাল হবে।

তিনি আরও বলেন, যেহেতু রাঙামাটি পর্যটক শহর তাই এই সেক্টরের সাথে এখানকার জীবন-জীবিকা ওতপ্রোত ভাবে জড়িত। নভেম্বরের শেষ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহ হতে পর্যটক ভীড় জমাবে। 

পর্যটন হলি ডে কমপ্লেক্সের টিকেট বিক্রেতা মো. সোহেল বলেন, শুক্রবার হতে বেশ কিছু পর্যটক আসতে শুরু করছে। আজও অনেক পর্যটক এসেছে। এখন যেহেতু সবকিছু স্বাভাবিক তাই পর্যটক আসতে আর তেমন কোন বাঁধা নেই। আগামীতে আরও পর্যটকের আগম ঘটবে বলে আমরা বিশ্বাস করি।

বায়ান্ন/প্রতিনিধি/একে