চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মক্কী মসজিদ সংলগ্ন সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় নির্মিত স্থাপনার ৩টি দোকান উচ্ছেদ করেছে চসিক। শেভরনের ডায়গনষ্টিক সেন্টারের সামনে মক্কি মসজিদ সংলগ্ন রাস্তার পাশেই ফুটপাত দখলে রাখা ৩টি দোকান নির্মান হলে সেখানের জনগণ এই স্থাপনা নির্মানকে চসিকের সৌন্দর্য বর্ধন নাকি বানিজ্যিকরন এ নিয়ে অনেক আলোচনা সমালোচনা করেছেন।
যানজট ও জনভোগান্তি নিরসনে দৈনিক সাঙ্গু পত্রিকায় গত ২১শে ডিসেম্বর ''চসিকের সৌন্দর্য বর্ধন নাকি বানিজ্যিকরণ'' সংবাদ প্রকাশ করা হয়। চসিকের তিনটি দোকান উচ্ছেদ হওয়ায় সাধারণ জনগণের পাশাপাশি পাঁচলাইশ আবাসিক কল্যান সমিতির নেতৃবৃন্দও চসিককে স্বাগত জানিয়েছেন। চসিক বলছে, চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এবং শর্তানুযায়ী কার্যক্রম পরিচালনা না করার কারণেই এই উচ্ছেদ ।এর আগে গ্রিড এ ওয়ান ইঞ্জিনিয়ারের সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করা হয়। চসিক সুত্রে জানা যায়, ইতোপূর্বে স্থাপনাটি সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সময় দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে তিনটি দোকান ভেঙে দেওয়া হয়েছে।
সোমবার (২২ জানুয়ারি) এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে সহায়তা করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।