ঢাকা, বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ই ফাল্গুন ১৪৩১

পাবনায় ১৬টি অবৈধ ইটভাটায় জরিমানা ও গুঁড়িয়ে দেয়া হয়েছে চারটি

পলাশ হোসেন, পাবনা | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ১২:৫৩:০০ অপরাহ্ন | দেশের খবর

পাবনায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১৬টি অবৈধ ইটভাটা থেকে ৫০ লাখ টাকা জরিমানা সহ চারটি অবৈধ ইটভাটা এস্কেভেটর মেশিন দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। 

বুধবার ( ২৬ফেব্রুয়ারি) বিকেলে পাবনার সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের  ভবানীপুরের বিভিন্ন এলাকা এই অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। 

পরিবেশ অধিদপ্তর ও স্থানীয়  সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উদ্যোগে পাবনা জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব-১২ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এবং পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, সদর দপ্তর, ঢাকা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) মোঃ রেজওয়ান-উল-ইসলাম এর নেতৃত্বে  ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টে ১৬ টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা আদায়  এবং ০৪ টি ড্রাম চিমনীর ইটভাটা সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়। 

এসময় পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিন সহ অত্র কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অভিযান শেষে পরিবেশ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা।

বায়ান্ন/প্রতিনিধি/পিএইচ