ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বকেয়া বেতনের দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

Author Dainik Bayanno | প্রকাশের সময় : সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ১২:১৬:০০ অপরাহ্ন | জাতীয়

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার আটটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।  

সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে কয়েক হাজার শ্রমিক মিরপুর-১৪ এলাকার রাস্তা অবরোধ করে রাখেন। এতে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয়।

আন্দোলনরীরা জানান, ইউনিফর্ম টেক্সটাইলের প্রায় ১৩’শ শ্রমিকের দেড় মাসের বেতন পাওনা রয়েছে। বেতন চাইলে বিভিন্ন সময় হুমকি ধামকিও দেয়া হচ্ছে। বকেয়া বেতনসহ সব পাওনা বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। 

দুর্গাপূজার সরকারি ছুটি শেষ হওয়ার পর সোমবার প্রথম কর্মদিবসে এই আন্দোলনের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ফারজিনা নাসরিন বলেন, মূলত ইউনিফর্ম টেক্সটাইল গার্মেন্টসের শ্রমিকরা মিলি সুপার গেট এলাকার মূল সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন। পরে সেখানে যুক্ত হয় আরও কয়েকটি গার্মেন্টস। আমরা খোঁজ নিয়ে জানতে পারি মূলত সমস্যা ইউনিফর্ম গার্মেন্টসের। মালিকপক্ষ আগামীকালই বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে চেয়েছেন। সেটা জানানো হলেও শ্রমিকরা মানছিল না।

তবে পুলিশের পক্ষ জনভোগান্তি বিবেচনায় অনুরোধ করা হলে রাস্তা থেকে সরে দাঁড়ায় শ্রমিকরা। তবে তারা সড়কের এক পাশে অবস্থান করছেন। এখন যান চলাচল স্বাভাবিক।