“মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদানপূর্বক গৃহ নির্মাণ করে বরাদ্দ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ৪র্থ পর্যায়ে বগুড়া সদর ও গাবতলী উপজেলায় ৮২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি ও গৃহ প্রদানের ঘোষণা দেন। পরে বগুড়া-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগিবুল আহসান রিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভূমিহীন ও গৃহহীনদের হাতে জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করেন।
বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বগুড়ার সিভিল সার্জন শফিউল আযম, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন বাবলু প্রমুখ।
সমগ্র বাংলাদেশে ২২ হাজার ১০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।
পরে প্রধান অতিথি ভূমিহীন ও গৃহহীনদের হাতের ২শতক জমির দলিল ও বাড়ির চাবি হস্তান্তর করেন।
উল্লেখ্য বগুড়া জেলায় ১ম পর্যায়ে ১ হাজার ৪শ ৫২টি, ২য় পর্যায়ে ৮৫৭টি ও ৩য় পর্যায়ে ১ হাজার ২শ ৮৪টি মোট ৩ হাজার ৫শ ৯৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমিসহ বরাদ্দ দেয়া হয়েছে। গত ২২ মার্চ ২০২৩ তারিখে ৪র্থ পর্যায়ের (২য় ধাপ) ৮২টি গৃহ হস্তান্তরের জন্য প্রস্তুত করা হয়।
প্রস্তুতকৃত সেই বাড়ি ও বগুড়া সদর উপজেলায় ৫২টি ও গাবতলীতে ৩০টি হস্তান্তর করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উদ্বোধন করেন।