ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

বঙ্গভবনে শেখ মুজিবের ছবি প্রসঙ্গে: রিজভীর দুঃখপ্রকাশ ও সংশোধনী

রিয়াদ হাসান, ঢাকা: | প্রকাশের সময় : মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪ ০৩:১৭:০০ অপরাহ্ন | রাজনীতি

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর প্রসঙ্গে এক মন্তব্য করে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ ও সংশোধনী বিবৃতি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী মন্তব্য করেন, "বঙ্গভবনের দরবার কক্ষ থেকে শেখ মুজিবের ছবি সরানো হয়েছে," যা গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

পরে বিবৃতি দিয়ে রিজভী জানান, এই মন্তব্যের জন্য তিনি দুঃখিত এবং এর ব্যাখ্যায় বলেন, তিনি ভেবেছিলেন যে দরবার কক্ষ থেকে ছবি সরানো হয়েছে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে, কিন্তু পরে তিনি জানতে পারেন যে মূলত ছবিটি বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে সরানো হয়েছিল।

তিনি আরও বলেন, “শেখ হাসিনার শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। এই ফ্যাসিবাদী আইনের কার্যকারিতা থাকলেও আমি মনে করি, অফিস-আদালত সর্বত্র দুঃশাসনের প্রতীক রাখা উচিত নয়।”

 

বায়ান্ন/এএস