বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বাধীন সংস্কার উদ্যোগের প্রতি জাতিসংঘ তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। জাতিসংঘের পলিটিক্যাল ও পিসবিল্ডিং অ্যাফেয়ার্সের আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি ডিকার্লো বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর এই সমর্থন প্রকাশ করেন।
১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে দেশের উত্তরণ, আঞ্চলিক চ্যালেঞ্জ এবং জাতিসংঘের সঙ্গে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটের মতো দীর্ঘস্থায়ী সমস্যা সমাধানে বাংলাদেশের উদারতার জন্য ডিকার্লো ধন্যবাদ জানিয়ে বলেন, "জাতিসংঘ বাংলাদেশ সরকারের সংস্কার প্রচেষ্টায় সবসময় পাশে থাকবে।"
বৈঠকে রোহিঙ্গা সংকটের বর্তমান অবস্থা নিয়েও আলোচনা হয়। পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বৈশ্বিক মনোযোগের পাশাপাশি বৈশ্বিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং মিয়ানমারের চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন, যা বাংলাদেশের ভূখণ্ডে নতুন করে রোহিঙ্গাদের অনুপ্রবেশের আশঙ্কা তৈরি করছে।
পররাষ্ট্র সচিব জাতিসংঘের সহযোগিতা কামনা করে বলেন, "জাতিসংঘের সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে জুলাই-আগস্ট বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়নে।" তিনি জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান এবং বাংলাদেশি নাগরিকদের নীতিনির্ধারণী পর্যায়ে বৃহত্তর প্রতিনিধিত্বের প্রস্তাব দেন।
ডিকার্লো বাংলাদেশের শান্তিরক্ষী কার্যক্রম এবং মানবাধিকার উন্নয়নে সরকারের পদক্ষেপের প্রশংসা করেন। তিনি সংস্কার প্রচেষ্টা এগিয়ে নিতে জাতিসংঘের পক্ষ থেকে আরও সহযোগিতার প্রস্তাব দেন।
রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের নেতৃত্বে সকল স্টেকহোল্ডারের সঙ্গে কাজ করার ব্যাপারে তিনি আশা প্রকাশ করেন। বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিতও উপস্থিত ছিলেন।