সু-স্বাস্থ্যেই হোক আমাদের অঙ্গিকার এই স্লোগানে গাজীপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা ও জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের যোগিতলার নতুনবাজার এলাকায় সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর নিজস্ব কার্যালয়ে ফ্রি ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম চালু করা হয়।
সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনেরর সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. খায়রুল আলম (বি.এস.সি) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও গাজীপুর ডায়াবেটিস সমিতির সভাপতি আলহাজ্ব হাসান আজমল ভূইয়া। বাসন মেট্রোথানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে ছিলেন বাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম সরকার বাবুল, বিশেষ অতিথি হিসেবে গাজীপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফাকরুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডি,জি,এম মো. রফিকুল ইসলাম, বাসন মেট্রোথানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, মো. রফিকুল ইসলাম রাতা, নগরীর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান নয়া মন্ডল, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, মো. নজরুল ইসলাম, ডা. শাকিল ইউনুস, ড. সাদ আহমেদ তন্ময়, ড. মো. নুরউদ্দিন শুভ। সার্বিক সহযোগিতায় ছিলেন সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাজী মো. আব্দুস সাত্তার ও সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কোষাধক্ষ্য মো. জাকিরুল ইসলাম প্রমূখ।
এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাইফুল ইসলাম সরকার বাবুল বলেন, গণ মানুষের চিকিৎসা কেন্দ্র হিসেবে নগরীতে বেশ সুনাম রয়েছে, এখানে যে কেউ একশত টাকা ফ্রি দিয়ে যে কোনো চিকিৎসা করাতে পারবেন, আমার পক্ষ থেকে সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন কে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোবহান সাহেবের আত্মার মাগফিরাত কামনা করি।
বায়ান্ন/এসএ