ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭শে অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় শীর্ষ সন্ত্রাসী রবি চৌধুরী গ্রেপ্তার

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ০৮:২২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ব্রাহ্মণবাড়িয়ার শীর্ষ সন্ত্রাসী, হত্যা-ডাকাতি-নাশকতা-পুলিশ সদস্যকে হত্যা চেষ্টাসহ অন্তত ছয়টি মামণার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী কুখ্যাত সন্ত্রাসী রবি চৌধুরী (৩৬) গ্রেপ্তার হয়েছে।  মঙ্গলবার (০৮ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোমবার দিবাগত রাতে জেলা শহরের মৌড়াইল এলাকায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত রবি চৌধুরী উত্তর মৌড়াইল এলাকার মৃত খবির চৌধুরীর ছেলে।

 

 

ব্রাহ্মণবাড়িয়া সদর আর্মি ক্যাম্প থেকে প্রদত্ত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শীর্ষ সন্ত্রাসী রবি চৌধুরীর বিরুদ্ধে হত্যা, নাশকতা, পুলিশ সদস্যকে হত্যা চেষ্টাসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। তন্মধ্যে একটি হত্যা মামলায় সে ৭ নং আসামী। তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলাও রয়েছে। এছাড়াও সে নাশকতা এবং পুলিশ সদস্যকে হত্যা চেষ্টা মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী। কুখ্যাত এই সন্ত্রাসীকে আইনের আওতায় আনতে সোমবার দিবাগত রাতে ক্যাপ্টেন বুলবুল আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল, র‍্যাব ও পুলিশ সদস্যদের সমন্বয়ে জেলা শহরের উত্তর মৌড়াইল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় রবি চৌধুরীকে তার নিজ বাসায় মাদক সেবনরত অবস্থায় গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এদিকে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পুরো শহর জুড়ে স্বস্তির ছায়া নেমে এসেছে।