ঢাকা, শুক্রবার ২৯ নভেম্বর ২০২৪, ১৫ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৪ সহস্রাধিক পরীক্ষার্থী অংশ নিলো এসএসসি ও সমমানের পরীক্ষায়

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০২২ ০৫:০৮:০০ অপরাহ্ন | দেশের খবর
 
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলায়ও সুষ্ঠু- শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। এবার জেলার ৬৭ কেন্দ্রে ৩৪ সহস্রাধিক পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় একযোগে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত। কোথাও ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা।
 
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৪ হাজার ২৩৩ জন। ছেলেদের চাইতে মেয়েদের সংখ্যা দেড়গুণেরও অধিক। মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ১৩ হাজার ৭৮৬ জন এবং মেয়ে ২০ হাজার ৪৪৭ জন। জেলায় মোট ৬৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষা শেষ হবে আগামী ১ অক্টোবর তারিখে। এদিকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ামিন হোসেন। এ সময় তারা জেলা শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মডেল বালিকা উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবাহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তারা পরীক্ষার সার্বিক পরিস্থিত নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তাছাড়া পরীক্ষা চলাকালীন জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অত্যন্ত সুন্দর-সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।