ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ভিসি নিয়োগের দাবিতে ইবিতে ফের বিক্ষোভ

জামাল উদ্দীন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৮:০০ অপরাহ্ন | শিক্ষা
 
 
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভিসি নিয়োগের দাবিতে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ সময় নিজ বিশ্ববিদ্যালয় থেকে এবং ছাত্র আন্দোলন চলাকালে যেসব শিক্ষক শিক্ষার্থীদের পাশে ছিলেন তাদের মধ্য থেকে সৎ ও যোগ্য ব্যক্তিকে ভিসি হিসেবে নিয়োগের দাবি জানানো হয়।
 
 
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে মিছিল শেষ হয়। সেখানেই সমাবেশ করেন শিক্ষার্থীরা।
 
এসময় শিক্ষার্থীদের হাতে ‘আওয়ামীলীগের এজেন্ট কাউকে ভিসি হিসেবে চাই না’, ‘নিশ্চুপ ঘুমিয়ে থাকা বেহায়া, নির্লজ্জদের ভিসি হিসেবে চাই না’, ‘বসন্তের কোকিলেরা সাবধান’, ‘ঢাবি রাবি ভিসি পেল, ইবি কেন পিছিয়ে গেল’—সহ বিভিন্ন লেখা সংবলিত প্লেকার্ড দেখা যায়।
 
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, অন্য বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেয়া হয়েছে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনো ভিসি নিয়োগ দেয়া হয়নি। ফলে শিক্ষা কার্যক্রম পিছিয়ে যাচ্ছে। ছাত্র আন্দোলনের সময় যেসব শিক্ষকরা আমাদের পাশে ছিলেন, আমাদের জেল থেকে ছাড়িয়ে এনেছেন, সেইসব শিক্ষকদের মধ্যে থেকে কাউকে ভিসি হিসেবে দেখতে চাই। আমরা বাইরের কাউকে আমাদের ভিসি মানি না।  এ সময় বাইরের বিশ্ববিদ্যালয় থেকে ভিসি নিয়োগ দিলে তাকে অবাঞ্ছিত ঘোষণা করারও হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
 
প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে ৮ আগস্ট ইবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পদত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা কাটাতে ভিসিসহ শীর্ষ পদগুলোতে দ্রুত নিয়োগ দেয়ার জন্য দফায় দফায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা।