ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

মঙ্গলবার প্রকাশ হবে এইচএসসি ও সমমানের ফল: থাকছে নতুন পদ্ধতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা | প্রকাশের সময় : সোমবার ১৪ অক্টোবর ২০২৪ ০১:৩৪:০০ অপরাহ্ন | জাতীয়

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর)। এদিন বেলা ১১টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফলাফল পাওয়া যাবে। শিক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল দেখতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে, এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানেও ফলাফল প্রদর্শন করা হবে।

এবারের ফল প্রকাশের প্রক্রিয়ায় এসেছে বড় ধরনের পরিবর্তন। প্রথমবারের মতো, কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই ফলাফল ঘোষণা করা হবে। বোর্ড চেয়ারম্যানরা সরাসরি ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবেন। সাধারণত প্রধানমন্ত্রী বা শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ফল প্রকাশের যে রীতি ছিল, তা এবার ভেঙে ফেলা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, "এবারের ফল প্রকাশ সম্পূর্ণ ভিন্নভাবে হবে। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতি বা আনুষ্ঠানিক ঘোষণা থাকবে না। নির্ধারিত সময়ে বোর্ডের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।"

প্রতি বছর ফল প্রকাশে দেরির অন্যতম কারণ ছিল সরকারি আনুষ্ঠানিকতা, যেখানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ফল প্রকাশের ঘোষণা দিতেন। এরপর শিক্ষামন্ত্রী বিস্তারিত ফলাফল তুলে ধরতেন। কিন্তু এবার অন্তর্বর্তী সরকার সেই প্রথা পরিবর্তন করেছে।

পরীক্ষার ফলাফল নিয়ে শঙ্কা

এবারের এইচএসসি পরীক্ষায় বেশ কিছু বিষয় বাতিল করা হয় এবং তার ফলাফল এসএসসির ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। যদিও বাতিল হওয়া পরীক্ষাগুলোতে ফেল করার সম্ভাবনা নেই, তবুও অনুষ্ঠিত পরীক্ষাগুলোর মধ্যে অনেক শিক্ষার্থী ফেল করেছে। বিশেষ করে ইংরেজি, আইসিটি এবং পদার্থবিজ্ঞানের মতো কঠিন বিষয়ে ফেলের হার বেশি বলে জানা গেছে।

ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা জানান, "অনেক শিক্ষার্থী ইংরেজি ও আইসিটিতে বেশি ফেল করেছে। কিছু পরীক্ষা বাতিল হওয়ায় সবাই পাস করবে—এমন ধারণা ঠিক নয়। অনুপস্থিত ও বহিষ্কৃত শিক্ষার্থীরাও অকৃতকার্য হিসেবে গণ্য হবে।"

এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। পরীক্ষায় অংশ নিয়েছিল ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। তবে কোটা সংস্কার আন্দোলনের কারণে ১৮ জুলাইয়ের পর বেশ কিছু পরীক্ষা স্থগিত করা হয় এবং পরে সেগুলো বাতিল করা হয়। স্থগিতকৃত বিষয়ের ফলাফল এসএসসির ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং অনুষ্ঠিত পরীক্ষাগুলোর মূল্যায়ন শেষে নম্বর প্রকাশিত হবে।